সিলেটের আলো ডেস্ক : সিলেট নগরীর বড় বাজার এলাকা থেকে বুধবার সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র্যাব) এর সদস্যরা এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত -বিজয় কুমার রায়(৪৩) সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার সৈকত -৯ এর বাসিন্দা বিধু ভূষণ রায়ের ছেলে ।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে র্যার জানতে পারে বড় বাজার এলাকায় একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভ’ক্ত আসামী বিজয় কুমার রায় অবস্থান করছে। এর ভিত্তিতে একটি অভিযানিক দল রিকাবীবাজার এলাকা অভিযান চালালে আসামী ঢের পেয়ে পালানোর চেষ্টা করে। দলে সঙ্গীয় সদস্যরা পলায়নকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হন । আসামী ব্যাংক জালিয়োতিসহ বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব। আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।