নগরীর শাহপরাণ থানার পরগণাবাজার থেকে দেশিয় পাইপগানসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -৯।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে দেশিয় তৈরি ১ টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও ১ টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ নাজিম উদ্দিন (২৭), তিনি শাহপরাণ থানার পীরেরবাজার এলাকার আনোয়ার আলীর ছেলে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।