জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মোহন্ত ব্যাপক গণসংযোগ করছে। ২৬ শে জানুয়ারি উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মোহন্ত নন্দীগ্রাম উপজেলার ডেরাহার, ওমরপুর ও রণবাঘায় ব্যাপক গণসংযোগ করে। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা, ইউপি সদস্য জিল্লুর রহমান, সোহাগ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, রইচ উদ্দিন, আব্দুল কুদ্দুস, মোশারফ হোসেন, আসকান আলী ও রবিন চন্দ্র মোহন্ত প্রমুখ। গণসংযোগকালে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সবার দোয়া ও রায় প্রত্যাশা করেছে।