আবু জাফর সিদ্দিকী,নাটোর : নাটোরের গুরুদাসপুরে কাছিকাটায় ট্রাকের ধাক্কায় হৃদয় হোসেন নামে সাত বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০নং ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন উপজেলার রানীগ্রাম ফকিরপাড়ার কামাল হোসেনের ছেলে ও রানীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ও বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ শামসুন নুর জানান, রানীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র হৃদয় হোসেন স্কুল ছুটির পর বাড়ীতে ফিরাছিল। এ সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০নং ব্রীজের কাছে ঢাকা থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয়দেরও কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের কাছে ময়না তদন্ত ছাড়ায় মৃতদেহটি হস্তান্তর করা হয়।
এদিকে নাটোরের সিংড়ায় ট্রাক ও পাওয়ার ট্রলির মধ্যে সংঘর্ষে ট্রলির ড্রাইভার আরিফ (২৫) নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামের উজির আলীর ছেলে।
জানা যায়, বুধবার সকালে নাটোর বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় নাটোর থেকে বগুড়াগামি একটি ট্রাকের সাথে সিংড়া থেকে নাটোরগামী একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় ট্রলির ড্রাইভার আরিফ।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে সে রাস্তায় মারা যায়। এ ঘটনায় বালুভরা এলাকায় এলাকাবাসীরা ঘাতক বাসটিকে আটক করেছে।