নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম পৌরসভার কালিবাড়ি এলাকায় ডোবার পানিতে ডুবে সামিয়া খাতুন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া কালিবাড়ি এলাকার সুমন মিয়ার একমাত্র সন্তান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ জানান, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে সামিয়া বাড়ির উঠানের কোণায় থাকা টিউবয়েলের পানি জমার ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনেরা তাকে উদ্ধার করে। পরে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।