ডেস্ক রিপোর্ট : নগরীর নবাব রোডস্থ নিরাময় পলি ক্লিনিকে সিজার করতে গিয়ে এক নবজাতকের মাথা কেটে ফেলেছেন ডাক্তার। পরে রক্তাক্ত অবস্থায় এই নবজাতককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত নবজাতক সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকরের লামাপাড়া গ্রামের মো. জহিরুল হক ও রাশেদা বেগমের সন্তান। রাশেদা বেগম বর্তমানে নিরাময় ক্লিনিকের তৃতীয় তলার একটি কেবিনে ভর্তি আছেন।
নবজাতকের মামা ও রাশেদা বেগমের ভাই মো. জসিম উদ্দিন বলেন- শুক্রবার সন্ধ্যার দিকে রাশেদার প্রসব ব্যথা শুরু হলে তারা তাকে সিলেটে নিয়ে আসেন। রাত সাড়ে ৮টার দিকে তারা তাকে নবাব রোডস্থ নিরাময় পলি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসকের পরামর্শে রাশেদাকে সিজার করানোর সিদ্ধান্ত নেন তারা। সাড়ে ১০টার দিকে ডা. শায়লা বেগম সিজার করেন। সিজার শেষে বাচ্চাকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ নানা তাল-বাহানা করে। পরে বাচ্চাকে আমাদের কাছে দিলে আমরা দেখতে পাই বাচ্চার মাথার পেছনের দিক কেটে গেছে। সেখান থেকে রক্ত বের হচ্ছে। রক্তাক্ত অবস্থায়ই তারা বাচ্চাকে আমাদের কাছে এনে দেয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারলে আমরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে সে সেখানেই আছে।
নিরাময় পলি ক্লিনিকের ম্যানেজার পারভেজ আহমদ বলেন, বাড়িতে থাকতেই রোগির স্বজনরা বাচ্চা প্রসব করানোর চেষ্টা করেছেন। এতেই বাচ্চা আহত হয়েছে। অনেক অভিজ্ঞ ডাক্তার দিয়ে আমরা সিজার করিয়েছি। ডাক্তারের কোন ভুল হওয়ার কথা নয়। বিষয়টি নিয়ে ডাক্তারের সাথে বলা বলতে পারেন।
আর বাসায় বাচ্চা প্রসব করানোর কোন চেষ্টা করা হয়নি বলে জানিয়েছেন নবজাতকের মামা ও রাশেদা বেগমের ভাই মো. জসিম উদ্দিন।
ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের প্রভাষক ডা. শায়লা পারভীন আজকের সিলেটকে বলেন, এখানে আমার কোন ক্রুটি ছিলনা। বাসায় নরমাল ডেলিভারী করার চেষ্টা করা হয়েছিল বলেই এই সমস্যা হতে পারে।
সিলেটরে সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় আজকের সিলেটকে বলেন, আমি ঢাকায় থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নই। ডাক্তার যদি বিশেষজ্ঞ না হন তবে তার এধরনের ইক্টভিসিছ থাকা উছিত নয়। আমি কালই বিষয়টি নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে দেব। তারা সকালেই ঘটনাস্থল পরিদর্শন করবেন।
বিষয়টি নিয়ে জানতে হাসপাতালের এমডি আব্দুর রহিম মতছিরের যোগাযোগ করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি