সিলেটের আলোঃঃ বিশ্বজুড়ে ছড়িয়ে পরা ভয়াবহ করোনাভাইরাস বাংলাদেশে সংক্রমণের পর সাধারণ মানুষের মাঝে বেশ চাপা ও আতঙ্ক বিরাজ করছে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতার।
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাষ্ট্রের পাশাপাশি সাধারণ জনগণের দায় ও দায়িত্ব কোন অংশেই কম নয়।মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরা, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হেক্সিসল দিয়ে হাত পরিষ্কারসহ ঘরের মধ্যে অবস্থানের মতো নির্দেশনা মানার পরামর্শ দিচ্ছেন সকলে। কিন্তু হেতিমগঞ্জ বাজারের মানুষগুলো মধ্যে কিছু মানুষ এসব বিধি ও নিষেধ মানলেও গ্রামসহ অধিকাংশ মানুষ এ বিষয়ে এখনো অসচেতন; যা করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের জন্য অশনিসংকেত।
গুটিকতোক মানুষের অসচেতনতার কারণে নানা পন্থা অবলম্বর করেও সরকার মানুষকে ঘরে রাখতে পারছেন না। কিছু মানুষ সচেতন হয়ে বাড়িতে অবস্থান করলেও অধিকাংশ মানুষকে এখনো বাজারসহ হেতিমগঞ্জ বিভিন্ন মোড়ে দিব্বি ঘোরাফেরা ও আড্ডা দিতে দেখা যাচ্ছে।
এদিকে বিদেশ ফেরতদের তাদেরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্থানীয়দের অভিযোগ,হেতিমগঞ্জ বাজারের মানুষগুলো তারা সরকারের নিষেধ অমান্য করে বাজারসহ বাইরে ঘুরে বেড়াচ্ছেন !