নীতির আকাল
লেখকঃ সৈয়দ শাহনুর আহমদ।
থমকে গিয়েছে গতির বিশ্ব
চলছে দুর্নীতির ধারা
নীতিবানরা দূর্বল অসহায় আজ
দূর্ণীতি ছেঁয়েছে ধরা।
কালের কপালে ওসুর চিহ্ন
সমান সকাল বিকাল
ঘুনে ধরেছে সমাজের ঘরে
হয়েছে নীতির আকাল
সত্যবাদীরা সত্যিই অসহায়
মিত্থ্যার তোর্ জোর
বক্ষের বাণী চক্ষের জলে
ঝরে পরে হয় ভোর।
ক্ষুধা তৃষাতুর মানবের তরে
মানবতা আজ অসহায়
ডাকাত বাটপাড় দস্যুদের গর্জণে
নিরীহদের নেই উপায়।
পাষাণেরা আজ দেশ বিদেশে
সেজেছে রাজার সাজে
বীরেরা কোথায় বেরিয়ে আসো
সমাজ মুক্তির কাজে।
জ্ঞানী গুণী লেখক গায়েন
বিদ্রোহী কবি যতো
কলম যুদ্ধ করতে হবে
অস্ত্র যুদ্ধের মতো।