এ রউফ,পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলা বোদা উপজেলার বন্যার্তদের সাহায্যার্থে বিনা মুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে সারাদিন ব্যাপী বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতাল ও নীলফামারী ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ডানাকাটা বিওপি ক্যাম্প বিনা মুলে এ স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণের আয়োজন করে।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী বন্যার্তদের সাহায্যার্থে বিনা মুলে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মো: দেওয়ান লিয়াকত আলী, ৫৬ নীলফামারী বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল.মো: মেহফুজার রহমান।
বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের মেডিসিন বিশ্ষেজ্ঞ মেজর ময়নুল ইসলাম এর নেতৃত্বে ক্যাম্পে চিকিৎসক ও টেকনিশিয়ান প্রায় ৫ শতাধিক নারী,পুরুষ ও শিশুর রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র,বিনা মুল্যে ঔষধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্যসেবা নিতে আসা প্রত্যেকের হাতে ঔষধ ও শুকনো খাবার তুলে দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মো: দেওয়ান লিয়াকত আলী, ৫৬ নীলফামারী বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল.মো: মেহফুজার রহমান।
এতে বন্যার্ত নারী, পুরুষ ও শিশুদের সাহায্যার্থে এগিয়ে আসায় ওই এলাকার সাধারন মানুষের বিনা মুল্যে স্বাস্থসেবা পাওয়ায় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার ও নীলফামারী ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ডানাকাটা বিওপি ক্যাম্পসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকবাসী ।