চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক মো. ফারুক ও তার সহকারী মো. আলমগীর, তাদের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। আহত ব্যক্তির নাম আপানূর, তিনি সবজি ব্যবসায়ী।
পটুয়াখালী সদর থানা পুলিশ জানায়, সবজিবাহী ট্রাকটি যশোর থেকে কলাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পটুয়াখালীর বসাকবাজার এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ফারুক ও হেলপার আলমগীর নিহত হন। আহত আপানূরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।