April 21, 2025, 10:08 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল ইসলাম ধর্ম গ্রহণকারী তিন পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পেলেন অধ্যাপক ফেরদৌসী সুলতানা দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির সভা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ইদানিং আমাদের সমাজে নানামুখী অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে — ইউএনও ঊর্মি রায় অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন সিলেটের বন্দর পুলিশ ফাঁড়ির আইসি মো: ইবাদুল্লাহ বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা মাল বহন করছে নারীরা সিলেটে সাবেক এমপি মানিকের পিএস এর ভাই রজব আলী গ্রেফতার সিলেটবাসী পেল মেট্রোপলিটন কারাগার
পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়া

পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়া

শুক্রবার জুমার নামাজের পর সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ্ ইয়াকুবিয়া কামিল মাদরাসা মাঠ থেকে বের হওয়া র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল থেকে বিভাগের বিভিন্ন স্থান থেকে র‌্যালিতে অংশ নিতে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হতে থাকেন মাদ্রাসা মাঠে। সেখানে আলোচনা সভায় বক্তারা মায়ানমার, কাশ্মীর, ফিলিস্তিন সহ দুনিয়ার দিকে দিকে ভয়াবহ মুসলিম নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেন এবং রাসূল (সা.) এর আদর্শে উজ্জীবিত হয়ে ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠনে সোচ্চার হবার আহবান জানান।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মুহাম্মদ উসমান গণি ও সদস্য সচিব এনাম উদ্দিন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী।

র‌্যালিতে ‘সালাম সালাম নবী সালাম সালাম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আস্সালাম, আস সালাতু আলান নাবী….. এসব নাশিদ পরিবেশন করেন শিল্পীরা। এছাড়া উপস্থিত সকলের হাতে শোভা পায় কালেমা খচিত ও রাসূল (সা.) এর শানে রচিত নানা কালজয়ী কবিতার শ্লোকে অঙ্কিত দৃষ্টিনন্দন ফেস্টুন ও সুদৃশ্য প্লেকার্ডও।

র‌্যালীতে নেতৃত্ব দেন আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এম এ মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্জ বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com