April 16, 2025, 5:19 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল ইসলাম ধর্ম গ্রহণকারী তিন পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পেলেন অধ্যাপক ফেরদৌসী সুলতানা দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির সভা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ইদানিং আমাদের সমাজে নানামুখী অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে — ইউএনও ঊর্মি রায় অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন সিলেটের বন্দর পুলিশ ফাঁড়ির আইসি মো: ইবাদুল্লাহ বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা মাল বহন করছে নারীরা সিলেটে সাবেক এমপি মানিকের পিএস এর ভাই রজব আলী গ্রেফতার সিলেটবাসী পেল মেট্রোপলিটন কারাগার
পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু

 

সিলেটেরআলো সংবাদঃ
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, মৃত ব্যক্তির নাম মো. আব্দুল মোত্তালিব (৫৮)। তিনি বাংলাদেশের নওঁগা জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: BT0686710। সোমবার (৪ জুলাই) পবিত্র মক্কায় আব্দুল মোত্তালিবের মৃত্যু হয়।

বুধবার (৬ জুলাই) খবরটি নিশ্চিত করেছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়। খবরটি মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে প্রকাশিত হয়েছে।

এখন পর্যন্ত হজে গিয়ে সৌদি আরবে ১৩ বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী।

হজে গিয়ে মারা যাওয়া যাত্রীরা হলেন: মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, ঢাকা জেলার তপন খন্দকার, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, সিরাজগঞ্জ কামারখন্দের রফিকুল ইসলাম, টাঙ্গাইলের আব্দুল গফুর, রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, রংপুরের মো. খয়বর হোসেন ও নওঁগার মো. আব্দুল মোত্তালিব।

এদিকে, মঙ্গলবার (৫ জুলাই) সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হয়েছে। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের প্রাক-হজ ফ্লাইট সম্পন্ন করেছে। এ বছরের হজ ফ্লাইট শুরু হওয়ার পর সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ যাত্রী। সোমবার (৪ জুলাই) পর্যন্ত গত ৩১ দিনে ১৬০টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান তারা।

সৌদি আরবে যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার চার হাজার ৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ২৯ জন রয়েছেন। ১৬০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৬১টি এবং ফ্লাইনাস পরিচালিত ১২টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com