ডেস্ক : বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে সদ্যই পিএসজিতে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডারবয়’ নেইমার। বার্সা থেকে তাকে ঊড়িয়ে নেয়া হয়েছে ২২২ মিলিয়নের বিশাল ট্রান্সফার ফীতে। তবে এখোনো মাঠে নামতে পারেননি তিনি। কারনটা আর কিছুই নয়, তার ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করেনি ফিফা। এর মুলে রয়েছে সাবেক ক্লাব বার্সা। কারন কাতালান ক্লাবটি ফিফাকে এখোনো দলবদলের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ প্রদান করেনি। ক্লাবটি এর কারন হিসেবে বলেছে চুক্তির পুরো টাকা না পাওয়ার কথা। শোনা গিয়েছিলো চুক্তির পুরো টাকাই পিএসজি চেকের মাধ্যমে বার্সাকে পরিশোধ করে দিয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে তারা নেইমারের চুক্তির পুরো টাকাটা পায়নি বরং তা আংশিকভাবে পরিশোধ করা হয়েছে। তাই তারা বেকে বসেছে এবং বাকী টাকা না পাওয়ার আগে নেইমারকে খেলতে না দেয়ার কথাও বলে দিয়েছে।