গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গতকাল বগুড়া সদরের পীরগাছা কমলপুর যুবসমাজের আয়োজনে ফাইনাল ফুটবল টুণামেন্ট পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা যুবদলের সদস্য ও দোবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুমন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টিএমএসএস প্রজেক্ট কো-অডিনেটর পি-৩ ডোমাইন মোহাম্মদ কামাল পাশা। খেলায় পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যাবসায়ী রায়হান শিবলী ও প্রধান উপদেষ্ঠার দায়িত্ব পালন করেন সমাজসেবক শরিফুল। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মাইনুল হক, মসিউর রহমান রাজু, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মিথন সরকার, সহিদুল ইসলাম, ইউপি সদস্য আজাদুর রহমান মকবুল। আমন্ত্রি অতিথি হিসেবে উপস্থিত চিলেণ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস ছোবাহান, ইউনিয়ন যুবদলের যুগ্মসাধারন সম্পাদক রাসেল মিয়া,খেলায় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন বগুড়া মানবধিকার কমিশনের চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান জামিল, উদ্বোধন করেন ব্যবসায়ী সাদেকুল ইসলাম। খেলায় বগুড়া রোজালী রং ঘর ০৪-০১ গোলে কেরুলিয়া টাইগার ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেন। শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার(খাসী) তুলে দেওয়া হয়।