April 21, 2025, 3:46 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল ইসলাম ধর্ম গ্রহণকারী তিন পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পেলেন অধ্যাপক ফেরদৌসী সুলতানা দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির সভা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ইদানিং আমাদের সমাজে নানামুখী অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে — ইউএনও ঊর্মি রায় অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন সিলেটের বন্দর পুলিশ ফাঁড়ির আইসি মো: ইবাদুল্লাহ বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা মাল বহন করছে নারীরা সিলেটে সাবেক এমপি মানিকের পিএস এর ভাই রজব আলী গ্রেফতার সিলেটবাসী পেল মেট্রোপলিটন কারাগার
পুর্ব শত্রুতার জেরে কয়ছর আহমদ (৩৫) নামে এক যুবককে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা:

পুর্ব শত্রুতার জেরে কয়ছর আহমদ (৩৫) নামে এক যুবককে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা:

সিলেটের আলোঃঃ কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে পুর্ব শত্রুতার জেরে কয়ছর আহমদ (৩৫) নামে এক যুবককে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন ও আরেক পায়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম ও হাতের আঙ্গুল কর্তন করার খবর পাওয়া গেছে।
জানা যায়, গত শনিবার (২৩মে) বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট থানাধানী ১নং লক্ষীপ্রাসাদ পুর্ব ইউনিয়নের ডোনা চা-বাগান কমিউনিটি ক্লিনিক সংলগ্ন রাস্তার উপরে এ নৃশংস ঘটনাটি ঘটে।
বাম পা ও একটি আঙ্গুল বিচ্ছিন্ন অবস্থায় গুরুতর আহত কয়ছর আহমদকে আশংকাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন নৃশংস ঘটনায় কানাইঘাট থানায় একটি মামলা দায়েরের একসপ্তাহ পেরেয়ি গেলেও অপরাধীরা এখনও ধরা না পড়ায় এলাকায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন ক্সোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।
আহতের আত্মীয় স্বজনরা জানান, স্থানীয় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে মাদারপুর গ্রামের সানুহরের ছেলে দিলু ও তার ভাইয়েরা দীর্ঘ দিন থেকে সীমান্ত চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। একই ইউনিয়নের দনা রাতাছড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে কয়ছর আহমদ সন্ত্রাসী দিলুসহ তার ভাইদের এসব চোরাচালান ও সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দিয়ে আসছিলেন। এ নিয়ে দিলু ও তার ভাইয়েরা কয়ছরের উপর বেশ ক্ষিপ্ত ছিল এবং বেশ কিছুদিন থেকে কয়ছরের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতেছিল। ঘটনার দিন অর্থাৎ গত ২৩মে শনিবার বিকেলে কয়ছর স্থানীয় আটগ্রাম বাজারে ঈদের কেনাকাটা করতে গেলে সেই থবর পৌছে যায় দিলুগংদের কাছে। খবর পেয়ে মাদারপুর গ্রামের সানুহরের ছেলে দিলুসহ তার ভাই কাওছার, বিলাল, হেলাল ও তাদের সঙ্গীয় দনা বাঙ্গালী পাড়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আলী হোসেন, ছোটফৌদ গ্রামের সামছুদ্দিনের ছেলে ইকবাল বাহার ও এরালী গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নাজিম উদ্দিনসহ ৮জনের একটি স্বশস্ত্র সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেয় কানাইঘাট থানাধানী ১নং লক্ষীপ্রাসাদ পুর্ব ইউনিয়নের ডোনা চা-বাগান কমিউনিটি ক্লিনিক সংলগ্ন রাস্তার উপর। আটগ্রাম বাজার হইতে কেনাকাটা শেষে জনৈক সোহেল আহমদের মোটর সাইকেল যোগে কয়ছর বাড়ি ফেরার পথে স্থানীয় ডোনা চা-বাগান কমিউনিটি ক্লিনিক এর সামনে আসার সাথে সাথেই আগে থেকে উৎপেতে থাকা দিলু তার দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় কয়ছরের উপর। হামলাকারীরা কয়ছরের বাম পায়ের হাঁটুর নিচে উপর্যুপরি কুপিয়ে পা বিচ্ছিন্ন করে ফেলে এবং ডান পায়ের হাঁটুতে গুরুতর জখম করে। এছাড়া হামলাকারীরা পায়ের পাশাপাশি এক হাতের আঙ্গুল কর্তন করে মৃত ভেবে কয়ছরকে রাস্তায় ফেলে চলে যায়।
পরে আশংকাজনক অবস্থায় আহত কয়ছরকে উদ্ধার করে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
উক্ত ঘটনায় কানাইঘাট থানায় দিলুসহ ৮জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৬, তারিখ ২৪/০৫/২০২০ইং।   মামলা তুলে নেয়ার জন্য কয়ছরের পরিবারকেও নানা ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com