শুক্রবার সন্ধ্যায় মহাস্থান প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল বাছেতকে সভাপতি (দৈনিক চাঁদনী বাজার), সৈয়দ আব্দুর রহিম সাজু সাধারণ সম্পাদক (দৈনিক সংগ্রাম), আজিজুল হক বিপুলকে কোষাধ্য (দুরন্ত সংবাদ), সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা (প্রত্যাশা প্রতিদিন), যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান (সকলের খবর), সাংগঠনিক সম্পাদক নুরনবী রহমান (দৈনিক মুক্তবার্তা ও চ্যানেল এস), দপ্তর সম্পাদক আব্দুল বারী (বাংলা বুলেটিন), প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর (মায়ের আচল), ধর্মীয় সম্পাদক কেএম আমিনুল ইসলাম (মুক্ত সকাল), তথ্যপ্রযুক্তি সম্পাদক শাফায়াত সজল (দৈনিক রুপবানী), মহিলা বিষয়ক সম্পাদিকা তাহেরা জামান লিপি (দৈনিক মহাস্থান) এবং শহিদুল ইসলাম স্বপন (সাপ্তাহিক সূর্যতোরণ), গোলজার রহমান (সাপ্তাহিক দিনণ) ও নিশা হাসান সুমনকে (একাত্তর ভিষন) কার্যকরী সদস্য হিসেবে ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।