সিলেটের আলো:: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সহ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তারা বলেন, দক্ষিণ সুরমায় অনেক জ্ঞানী-গুণীজনের জন্ম হয়েছে, তারই ধারাবাহিকতা আজও বিদ্যমান।
তারা বলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁদের পূর্বসূরীদের রেখে যাওয়া ঐতিহ্য রক্ষায় ভুমিকা রাখার পাশাপাশি সমাজের অসংগতি তাদের লেখনীর মাধ্যমে তোলে ধরবেন।