অনলাইন ডেস্ক : তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের প্রেক্ষাপটে বিদ্যমান মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের মজুরি সমন্বয়ের ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মজুরি সমন্বয়ের ঘোষণা দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন ।
বিদ্যমান মজুরি কাঠামোর ৫ বছর পর গত ২৫ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন ওই মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ ছিল সেখানে। তবে নতুন মজুরি বাস্তবায়ন হওয়ার পর দেখা যায়, ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের শ্রমিকদের বেতন গত ৫ বছরের ইনক্রিমেন্টসহ কোনো কোনো ক্ষেত্রে কমে গেছে। আর অন্যদের খুবই সামান্য পরিমাণ বেড়েছে। এতেই বিক্ষুদ্ধ হয়ে উঠে শ্রমিকরা। নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি এবং মজুরি কাঠামো পরিবর্তনের দাবিতে গত বেশ কয়েকদিন ধরেই কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) তথ্যমতে, শনিবারও ঢাকা, আশুলিয়া, সাভার, গাজীপুর অঞ্চলের পোশাক কারখানাগুলোয় শ্রম অসন্তোষ ছিল। সকাল ৮টা থেকে ধাপে ধাপে বিভিন্ন এলাকায় অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় শ্রমিকদের। এ সময় সড়ক অবরোধ করার ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। ঢাকার মিরপুর, উত্তরার প্রায় ২০টি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকার প্রায় ৬০টি কারখানার শ্রমিকরাও বিক্ষোভ প্রকাশ করেন বলে জানিয়েছেন ডিআইএফই কর্মকর্তারা।