বিনোদন প্রতিবেদক : এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঢাকাই ছবিতে তিনি দর্শকনন্দিনী। তার বর্ণিল ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট গানে ঠোঁট মিলিয়েছেন তিনি।
তবে শাবনূর ভক্তদের জন্য চমকপ্রদ খবর হচ্ছে, এবারই প্রথম তিনি কোনো সিনেমার গান গাইতে যাচ্ছেন।
কলকাতার প্রীতমের সুরে সুদীপ কুমার দ্বীপের কথায় ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমার টাইটেল গানের স্যাড ভার্সনে তিনি এককভাবে কণ্ঠ দেবেন। গানটিতে তিনিই ঠোঁট মেলাবেন। এই তথ্য নিশ্চিত করেছেন ‘এতো প্রেম এতো মায়া’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
তিনি জানান, টাইটেল ট্র্যাকের মূল ভার্সনে গাইবেন বেলাল খান ও কোনাল। এই দ্বৈত গানে ঠোঁট মেলাবেন সিনেমার জুটি সাইমন-পিয়া বিপাশা।
ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘মূলত একটা চমকে দর্শকদের বিনোদন দিতেই এই পরিকল্পনা। শাবনূরকে আমি অনুরোধ করেছি। তিনিও রাজি হয়েছেন। আশা করছি গানটি উপভোগ করবেন সবাই।’
এতো প্রেম এতো মায়া সিনেমায় শাবনূরের বিপরীতে থাকছেন ফেরদৌস। আরও থাকছেন সাইমন-পিয়া বিপাশা।
পরিচালক মানিক জানালেন, লম্বা বিরতির পর শাবনূর শিগগিরই শুটিংয়ে ফিরবেন এই ছবি দিয়ে। এর প্রস্তুতি হিসেবে সম্প্রতি তিনি ওজনও কমিয়েছেন। তাকে একজন কলেজ শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।