সিলেটের আলোঃঃ জিলাপি কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। রমজানের প্রথম দিনে নগরের বিভিন্ন মোড়ে জিলাপির দোকানে এমন চিত্র দেখা গেছে। যদিও সামাজিক দূরত্ব মানছেন না কেউই।
শনিবার নগরের বন্দরবাজার, লামাবাজারসহ বিভিন্ন পয়েন্টে সীমিত আকারে জিলাপির দোকান খোলা রাখা হয়। আর তাতেই হুমড়ি খেড়ে জিলাপি কিনতে ভিড় করেন নগরের বাসিন্দারা।
রমজানের ইফতারের টেবিলের অন্যতম এ অনুসঙ্গ কিনতে এভাবে ভিড় করছেন তারা। এক ক্রেতা বলেন,‘ইফতারে জিলাপি থাকবেনা তা কি হয়। এজন্য দোকান খোলা পেয়েই কিনে নিলাম।’
করোনা সংক্রমণ ঝুঁকির কারণে এবার রমজানে খোলা জায়গায় ইফতার সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এ কারণে কোথাও বসেনি ইফতারের দোকান।