তা দেখে সাধারণ জনগণ এগিয়ে গিয়ে রনির প্রাইভেরকারটি ঘিরে ফেলে। গাড়ির ভেতর থেকে সেই তরুণী, অভিযুক্ত মদ্যপ রনি ও গাড়িচালককে বের করে আনেন তারা। এ ঘটনায় তরুণী অভিযোগ করে বলেন, ‘তাকে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা করছিল অভিযুক্ত রনি। শনিবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাফি আহমেদ নামে একজন ওই ঘটনার বিবরণসহ একটি ভিডিওচিত্র সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। রাফি আহমেদ তার ভিডিও মুছে ফেললেও ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।