এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের করতোয়া নদীর উপর ৬০ বছর পূর্বে নির্মিত সেতু সদ্য ফাটল সংস্কারের কাজ জোর প্রস্ততি চলছে। এতে ঐ সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।
সংস্কারের কাজের সুবিধার্থে অাজ শনিবার (১২ আগস্ট) রাত ৮ টা থেকে পরদিন রবিবার (১৩ আগস্ট) সকাল ১০ টা পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা সেতুটির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানান বগুড়া সড়ক ও জনপদ বিভাগ।
শনিবার (১২ আগস্ট) বিকেলে বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান,”দৈনিক বগুড়ার” প্রতিনিধি এস আই সুমনকে বিষয়টি নিশ্চিত করে তিনি আরো জানান, সেতুর চারটি পাটাতনের মধ্যে মাঝেরটি দেবে যাওয়ায় সেতুটিতে ফাটল দেখা দিয়েছে।
এতে মহা ঝুঁকিতে রয়েছে ব্রিজটি। ব্রিজটির কমপক্ষে ৪০ ফুট অংশ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সেতুর ক্ষতিগ্রস্তসহ ৬০ ফুট অংশে বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সেই কাজ চলছে।
কিন্তু সীমিত পরিসরে যানবাহন চলাচলের কারণে সংস্কার কাজে বিঘ্নত হচ্ছে। তাই দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করতে ব্রিজের উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামন। উল্লেখ্য,গত বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থানের হাতিবান্ধা নামক স্থানে করতোয়া নদীর উপর অবস্থিত উক্ত ব্রিজের অাকস্বিক ফাটল দেখা দেয়। এরপর থেকে সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের ৯ জেলার যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। এতে বাস ও হালকা যানবাহন ধীর গতিতে সেতু পার হলেও ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ১৯৫৮ ইং সালে করতোয়া নদীর উপর এ ব্রিজটি নির্মাণ করা হয়। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে গড়ে প্রতিদিন ১২ হাজারের মতো বিভিন্ন ধরনের যানবাহন পারাপার করতো এ ব্রিজের উপর দিয়ে। ফলে প্রায় ৬০ বছরের পুরনো এ ব্রিজের মাঝের গার্ডারে ফাটল দেখা দেয় গত ৯ আগষ্ট বুধবার বিকালে।
পরিস্থিতি মোকাবেলায় বাস ও হালকা গাড়িগুলো একটা একটা করে পার করে দেওয়া হচ্ছিল, ভারী যানবাহন ও মালবাহী ট্রাক বিকল্প পথ হিসেবে মহাস্থান-শিবগঞ্জ সড়কটি ব্যবহার করছিল। শিবগঞ্জ অাঞ্চলিক এ রাস্তায় ভারি যানবাহন চলাচলের কারনে রাস্তার কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য হলে অাজ(শনিবার)দুপুরে কর্তৃপক্ষ ওই রাস্তা দিয়েও সকল ভারি যানবাহন চালাচল বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে দূরপাল্লার যানবাহন ও যাত্রী সাধারনেরা। ঢাকা থেকে ব্রিজ ডিজাইন ইউনিটের দু’জন বিশেষজ্ঞ আজ(শনিবার) দুপুরে সেতুটি পরিদর্শন করেছেন।কতদিন পর্যন্ত এ দূর্ভোগ লাগব হবে সে চিন্তায় দিনাতিপাত করছে সকল যানবাহন চালক ও জন সাধারন।