স্টাফ রিপোর্টার : আবার ও একদম নতুন চমৎকার কমেডি নাটক ফেসবুক নিয়ে হাজির হচ্ছে তরুন উদীয়মান পরিচালক এম.এ.সাবলু হৃদয়। সিলেট সহ দেশ বিদেশের সকল দর্শক ভক্তদের মাঝে- হাজির হচ্ছেন তিনি । নাটকটি প্রযোজনা করেছেন শক্তিমান অভিনেতা ছয়ফুল আলম পারুল। ইতিমধ্যে নাটকটি সুটিং সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে শুরু হয়েছে। নায়িকা সোমা বলেন,এম.এ.সাবলু হৃদয় ভাই -এর সঙ্গে এর আগেও কাজ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে। সোমার সঙ্গে জুটি বেঁধেছেন পারুল। নিমার্তা গণমাধ্যমকে জানিয়েছেন, নাটকটি আগামী ইদুল আযহাকে ঈদকে কেন্দ্র করে নির্মাণ করেছেন।