বগুড়া প্রতিনিধি : বগুড়ার আলোচিত তুফান সরকারের বড়ভাই শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন সরকারকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (০১-০৮-১৭) কেন্দ্রীয় কমিটির থেকেই তাকে বহিস্কার করা হয়।
বগুড়া জেলা যুবরীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু শহর যুবলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল মতিন সরকার কে সংগঠন থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
বগুড়ায় ভাল কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে কিশোরীকে (১৭) ধর্ষণের ১০ দিন পর ওই কিশোরী এবং তার মার মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় ধর্ষক তুফান সরকারকে ৩ সহযোগি সহ ওই রাতেই গ্রেফতার করে পুলিশ। বিষয়টি বিভিন্ন প্রচার মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝর তোলে। ধর্ষক ও নির্যাতন কারিদের বিচারের দাবীতে বগুড়াসহ দেশের বিভিন্নস্থানে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষথেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমেও উঠে আসে তুফান ও তার পরিবারে উত্থান কাহিনি। উঠেআসে তুফানের উত্থানের মূল শক্তি হিসাবে শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন সরকারের নাম। এর মধ্যেই ৩০ জুলাই জাতীয় শ্রমিক লীগের বগুড়া শহর শাখার আহবায়ক পদথেকে তুফান সরকারকে বহিস্কার করা হয়। এর পরেই যুবলীগ থেকে ও মতিন সরকারকে বহিস্কার করা হল।