কারিমুল হাসান লিখন, ধুনট : বগুড়ার ধুনট উপজেলার কারেপাড়া ইউনিয়নের কান্তনগর (চরপাড়া) গ্রামের হতদরিদ্র মরহুম মমতাজুর রহমানের মেয়ে গোলাপী আক্তার (৩৫) দির্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তার পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায় চিকিৎসার সুষ্ট ব্যবস্থা হচ্ছেনা। এমন অবস্থায় তার চিকিৎসার জন্য সকল স্তরের জন সাধারনের কাছে আর্থিক সহযোগীতার জন্য বিকাশ নম্বরের মাধ্যমে সাহায্য চেয়ে হাত বাড়ালেন গোলাপী আক্তারের পরিবার। যার বিকাশ নং- ০১৯৩৭-৭৫৩৬৮১। সবার আর্থিক সহযোগীতায় বেঁচে যেতে পারে একজন মুমুর্ষ গোলাপী আক্তারের প্রান। সবার সহযোগীতা কামনাই তাদের একমাত্র ভরসা বলে মনে করেন গোলাপী ও তার পরিবার।