এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : রংপুর বগুড়া মহাসড়কের মহাস্থানের অদুরে হাতিবান্দা নামক স্থানে কোচের চাকায় পিষ্ট হয়ে ১ অজ্ঞাত নামা বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর সোয়া ১২ টায়। মহাস্থান ব্রীজে ডিউটি রতঃ অবস্থায় বগুড়া সদর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আমির হামজা ও প্রত্যক্ষদর্শী এলাকার বেশ কিছু লোকজন জানান,গাইবান্ধা থেকে ঢাকা সায়েদাবাদ গামী নিউ সাফা এন্টার প্রাইজ যার নং ঢাকা মেট্রো ব-১৪-৯৯৯৪ উল্লেখিত স্থানে পৌঁছিলে রাস্তায় যানজটের কবলে পড়ে এসময় কোচে থাকা যাত্রী ঔ বৃদ্ধ কোচ থেকে নেমে প্রসাব করে দ্রুত গাড়ীতে উঠার চেষ্টা করলে হাত ফসকে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ কোচটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাই-ওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধ’র পরিচয় পাওয়া যায়নি।বৃদ্ধটির বয়স অনুমান ৭০ বছর,গায়ের রং ফর্সা,মুখে সাদা দাড়ি রয়েছে,পরনে সাদা চেক লুঙ্গি,ঘিয়ে রং এর পাঞ্জাবী রয়েছে। লোকটি কে কেউ চিনতে পারলে তার পরিবারের কাছে সংবাদ দেওয়ার জন্য পুলিশ অনুরোধ জানিয়েছেন।