গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মহাস্থানগড়ে করতোয়া নদীর একটি ব্রিজ ফাটল ধরায় উত্তরের রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, জয়পুরহাট ও কুড়িগ্রামের জেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ হয় প্রায় ঢিলেঢালা। এরপর
সড়ক ও জনপথ এর বগুড়া নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান ব্রিজ স্থানে পৌঁছে ব্রিজের মাঝখানের গার্ডারে ফাটল দেখতে পায়। পরে
ঢাকা থেকে দুইজন বিশেষজ্ঞ সেতুটি পরিদর্শনের জন্য আসেন। তাদের পরিক্ষা নিরীক্ষা শেষে ব্রিজের ফাটলের মাঝখানে ৬০ফিট বরাবরে একটি বেইলী ব্রিজ স্থাপন করা হয়। কিন্তু বেইলী ব্রিজের কারনে ব্রিজটির দৈর্ঘ্য-প্রস্থ কমে যাওয়াই সেখানে প্রতিমুহূর্তে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। এরই ধারাবাহিকতায় রোববার (১০সেপ্টেম্বর) সকাল ৬টায় রাজধানী ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এসআর প্লাস নামের একটি যাত্রীবাহীবাস মহাস্থান ব্রিজ অতিক্রম করতে এসে দীর্ঘ যানজটের কবলে পড়ে। এসময় দীর্ণক্ষণ যানজটের কবলে থাকা এসআর প্লাসের চালক ধৈর্যের প্রহর ভেঙ্গে গাড়ি ব্যাক করে শিবগঞ্জ- আমতলীর বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার পথে মহাস্থান বাসষ্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সামান্যের জন্য বাসটি উল্টার হাত থেকে রক্ষা পায়। প্রাণে বেঁচে যায় অন্তত ৩০ জন বাসযাত্রী। এঘটনায় স্থানীয় এলাকাবাসী ও মহাস্থান বাসষ্ট্যান্ড বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য জনাব আলমগীর হোসেন লালু এই প্রতিনিধিকে জানান, মহাস্থান করতোয়া ব্রিজটি ত্রুটিপূর্ণর কারণে প্রতিদিন গাড়ির পাল্লাপাল্লি ও দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। তাই যে কোন বড় ধরণের দূর্ঘটনা এড়াতে এই বিতর্কিত ব্রিজটি অবিলম্বে সস্কারের দাবি জানান তিনি।