এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধি : শনিবার দুপুরে বগুড়ার মহাস্থানে করতোয়া নদীর উপর নির্মিত ক্ষতিগ্রস্থ ব্রীজটি পরিদর্শন করেন বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব এন এম এ সিদ্দিক। পরিদর্শন কালে তিনি বলেন আগামী ২৫ আগষ্ট ১৭ ইং তারিখের মধ্যে ব্রীজেন দুই পাশ দিয়ে গাড়ী চলাচলের জন্য ব্যবস্থা করা হবে এবং ২৫ ডিসেম্বরের মধ্যে নতুন ব্রীজ নির্মানের কাজ শুরু হবে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের পোধান প্রকৌশলী ইবনে আলম হাসান, রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী ফকির আ: রব, বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাদেকুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন,,হাইওয়ে পুলিশ সুপার, বগুড়ার আতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, এসার্কেল মশিউর রহমান মন্ডল,শিবগঞ্জ থানার ওসী শহীদ মাহমুদ খান, ইন্সপেক্টর বিকর্ণ, জেলা পরিষদের সদস্য মাজুজুল ইসলাম রাজ, এস আই মোকাম্মেল, মেহেদী হাসান, ফারুক, মোহাম্মাদ আলী সহ বগুড়া সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।