এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বন্দরে প্রকাশ্যে দিনে দূপুরে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান কে রড দিয়ে কুপিয়ে জখম,দেড় লক্ষাধিক টাকা ছিনতাই এর অভিযোগে থানায় মামলা। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোকলেছার রহমান খলিফা মোকামতলা বন্দরের একটি ব্যাংকে কাজ শেষে মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোকামতলা ইউনিয়ন পরিষদে আসার সময় রাস্তায় তার পথ রোধ করে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম( বিএসসি) সহ কয়েকজন যুবক। তিনি আরো বলেন, এসময় রড দিয়ে তাকে মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে তিনি জানান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে দেয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান খলিফার সাথে কথা বললে তিনি “দৈনিক বগুড়ার প্রতিনিধি এস আই সুমনকে বলেন, ইউনিয়ন পরিষদের ৫৩ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত উচ্চ বিদ্যালয়ের সঙ্গে মামলা মোকদ্দমা চলছে। হঠাৎ করে উক্ত প্রধান শিক্ষক আমার উপর ক্ষিপ্ত হয়ে বলে যে, পরিষদের জায়গা সংক্রান্তে কি করলেন। আমি বুঝে উঠার আগেই আমার মাথায় রড দিয়ে স্বজোরে আঘাত করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বিএসসির এর সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, আমার কাছ চেয়ারম্যান সাহেব গত দেড় বছর পূর্বে ৯৭ হাজার টাকা কর্জ নেয়। উক্ত কর্জকৃত টাকা চাইতে গেলে চেয়ারম্যান প্রথমে আমাকে লাঞ্ছিত করে। তার পরই এই পরিস্থিতি সৃষ্টি হয়। একজন মানুষ গড়ার কারিগর প্রধান শিক্ষক স্থানীয় কিছু যুবকদের সাথে নিয়ে প্রকাশ্যে দিনে দুপুরে বন্দরে একজন জনপ্রতিনিধিকে
মারপিটের ঘটনায় টক অব দ্যা মোকামতলা পরিনত হয়। রাত ৮টায় এ রির্পোট লেখা পর্যন্ত চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।