বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জের কিচকের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক খলিলুর রহমান আকন্দ আর নেই। আজ শুক্রবার রাত ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না নিল্লাহী ও ইন্না ইলাহী রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যূর পূর্বে তিনি “দৈনিক নয়া দিগন্ত,দৈনিক সাতমাথা পত্রিকায় দীর্ঘদিন যাবৎ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন এবং মহাস্থান প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন।