এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি নবাগত ইনচার্জ অভিযান চালিয়ে ৬ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাকিরুল (২৮) কে গ্রেফতার করে।
ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ইনচার্জ আমবার হোসেন সঙ্গীয় এটিএসআই আঃ রহামন, বদিউজ্জামান ফোর্সসহ মাটিডালী করতোয়া আবাসিক এলাকার আইনুলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়রত অবস্থায় হাতেনাতে সাকিরুলকে গ্রেফতার করে এবং সাকিরুলের সাথে থাকা অপর একজন পালিয়ে যায়। সাকিরুল বগুড়া জেলার শিবগঞ্জ থানা জাবারীপুর গ্রামের শরিফুল্লাহ এর ছেলে। বর্তমানে সে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের মাটিডালী করতোয়া আবাসিক এলাকার সাজ্জাদুল করিম নয়নের বাসার ভাড়াটিয়া। পুলিশ আরও জানায়, সে বড় ধরনের মাদক চালানের সাথে জড়িত। মাদক ব্যাবসার জন্য বাসাটি ভাড়া নিয়েছে। এলাকার যুব সমাজের মধ্যে মাদক বিক্রি করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অপর একটি অভিযান চালিয়ে ফুলবাড়ি দক্ষিন পাড়া মাদক সম্রাজ্ঞী রাশিদা বেগম(৩৮)কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাশিদা বেগম বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিন পাড়া আমতলা গ্রামের সোহলের স্ত্রী । সাকিরুল ও রাশিদার বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায় করে থানা হাজতে প্রেরন করা হয়।