সিলেটের আলো: শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে মর্মান্তিক
বজ্রপাতে নিহত কলেজছাত্র কিশোর নাবিলের
আত্নার মাগফিরাত কামনায় পরিবারের উদ্দোগে
পৌরসদরের ঐতিহ্যবাহী ছয়আনীপাড়া জামে
মসজিদে বাদ জুম্মায় বিশেষ দোয়া ও মিলাদ এবং
সন্ধায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত
দোয়া, মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত
থেকে অংশ নেন শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুনাম, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, প্রয়াত
নাবিলের বন্ধুবান্ধব, আত্নীয়স্বজন, প্রতিবেশী
ও স্থানীয় সাংবাদিকবৃন্দ । দোয়া ও মোনাজাত
পরিচালনা করেন, ছয়আনীপাড়া জামে মসজিদের
পেশ ইমাম আহসান হাবিব। নাবিলের অকাল মৃত্যুর ৪০ দিনের চেহলাম উপলক্ষে এ অনুষ্ঠান ও দিনভর খতমে কোরআন এর আয়োজন করা হয়। এ বিষয়ে মরহুম নাবিলের মেজো ভাই সাংবাদিক নিহাল খান বলেন, ‘আমার ছোট ভাই এর আত্নার মাগফিরাত এর জন্য সবাই দোয়া করবেন।মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন।’ উক্ত দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লী, এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৯ শে এপ্রিল মর্মান্তিক
বজ্রপাতে কিশোর নাবিল(১৭)এর মৃত্যু হয়