সিলেটের আলো: সিলেট রেলওয়ে স্টেশনের ইচ্ছাপূরণ পাঠশালার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন বুধবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোঃ বদরুল ইসলাম সুয়েব বলেন, মানবতার বিকাশ এবং জাতির বৃহত্তম স্বার্থে পথ শিশুদের শিক্ষা আবশ্যক। অসহায় ও সুবিধা বঞ্চিতদের কল্যাণে যারা কাজ করে তারাই প্রকৃত সমাজসেবক। ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনটি সিলেট রেলওয়ে স্টেশনের সুবিধা বঞ্চিত শিশুদেরকে স্বেচ্ছায় পাঠ্যদান করে যাচ্ছে। সেই সংগঠনের পাশে এসে দাড়িয়েছে নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। নিসচার নেতৃবৃন্দরা ইচ্ছাপূরণ পাঠশার স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একসাথে ইফতার করা ও তাদের মধ্যে যে শিক্ষা উপকরণ বিরতণ করেছেন তা প্রশংসার দাবি রাখে। তিনি নিসচার পাশাপাশি সমাজের বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের এসব সুবিধা বঞ্চিত শিশুদের