সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ডেইজি সরওয়ার বলেছেন, সুনামগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে অসহায় বন্যার্তদের পাশে থেকে সহায়তা করে যাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। বন্যার্তদের ঘরে নতুন ফসল আসা পর্যন্ত সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান অব্যাহত রাখবে।
শনিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়ন পরিষদ মাঠে সিলেট রতœ ফাউন্ডেশনের উদ্যোগে তিনশত বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট রতœ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও স্থানীয় যুব সংগঠক নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আলাউদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুজিবুর রহমান মালদার, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদীন ও সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাদিয়া বখত সুরভি।