(বগুড়া) প্রতিনিধি :
গত শুক্রবার সকাল ১১ঘটিকায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র আহবায়ক রশিদুর রহমান রানার সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক রানার সঞ্চালনায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও পরিচিতি সভা এবং কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে এক আলোচনা ও পরিচিতি সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই স্থানীয় এমপি শরিফুল ইসলাম জিন্নাহ্’র পিতৃবিয়োগে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সভা শেষে সংগঠনের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মাওঃ আলমীর হুসাইন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাবা বিউটি বেগম, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন। এসময় আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ, নিসচা বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ, জেলা সদস্য গোলাম রব্বানী শিপন, এস আই সুমন, শিবগঞ্জ থানার এস আই মেহেদী হাসান, শিবগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র যুগ্ম সম্পাদক প্রভাষক জামিদুল ইসলাম, আব্দুল হান্নান, সদস্য আলী হাসান রওনক, মাস্টার সাংবাদিক রবিউল ইসলাম রবি, সাংবাদিক কামরুল হাসান, জান্নাতুল ফেরদৌস শুভূ, সানজিদা খাতুন, রোজিনা আক্তার, মিঠু মিয়া, জাহিদুল ইসলাম, সালজার হোসেন সুমন, সোহেল রানা, মাসুম আহম্মেদ, বাদল রহমান নিরব, রাসেল মাহমুদ, আবুল কালাম আজাদ রনি, বগুড়ার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বত:ফূর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলে মিলে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।