স্টাফ রিপোর্টারঃ সময়ের সাহসী কলম সৈনিক সাংবাদিক ছাদিকুর রহমান সুহেল “বনপা” কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যায় -অবিচার,অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ক্ষুড়দার লেখনীর অনন্য কলম সৈনিক তরুন সাংবাদিক মোঃ ছাদিকুর রহমান সুহেল কে ” বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন ( বনপা) কমিটির সদস্য নির্বাচিত করায় এক বিবৃতিে কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল সদস্য বৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, সাংবাদিক মোঃ হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক মাওঃ মোঃ জামাল হোসাইন,সাংবাদিক মোঃ কুতুব উদ্দিন, সাংবাদিক মমোঃ সাইখুল ইসলাম
তামীম,সাংবাদিক সুয়েব,মানবাধিকার কর্মী এস এ ফয়সল, ডাঃ আব্দুল আহাদ,আনিসুর রহমান তুতি, ছাত্রদল নেতা জাহেদ,জয়নুল হক জয়,সুমন,হুমায়ূন সহিদ,ফাইল,জুবায়ের, জুবের,কাইয়ূম রাজ্জাক,সুহেল প্রমূখ।
Related