সিলেটের আলো: আজ সকাল আনুমানিক ৯: টার দিকে নরসিংহটিলা বাগবাড়ী ১৮৩/৩৮ নং বাসা থেকে নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় স্থানীয় প্রতিবেশীর কাছ থেকে জানা যায় যে মৃত্ নুরুল বেশ কিছুদিন আগে স্ত্রী সাথে তার ঝগড়া হয় এবং সে তার স্ত্রী কে অনেক মারধর করতো তারপর তার স্ত্রী বাসা রাগ করে চলে যায়। জানা যায় মৃত্ নুরুল ইসলাম মাদকাসক্ত ছিল,
সকাল ৭: ০০ দিকে নুরুল ইসলাম এর বাসায় এসে তার সহপাঠীরা দরজা ধাক্কা দিলে কোন সাড়া শব্দ না পেলে তাদের সন্দেহ হয় এবং তারা স্থানীয় লামাবাজারস্ব পুলিশ ফাড়িতে জানায় এবং পুলিশ এসে দরজা ভেঙে বাথরুমের ভিতরে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়, এবং লাশের ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করে, জানা যায় মৃত্ নুরুল ইসলাম এর বাড়ি কুমিল্লায়, সে দির্ঘ দিন ধরে সিলেটে বসবাসরত, এবং সে এলাকার একটি রিকশার গেরেজে মেকানিক্স এর চাকরি করতো