নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বাগমারা ৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, এক সময় রাজশাহীর বাগমারা উপজেলায় শিক্ষার মান ছিল অন্যান্য উপজেলার চেয়ে অনেক নিচে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল অনেক কম। এই এলাকায় শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানে অবহেলিত বাগমারায় শিক্ষার মান দিগুন বেড়েগেছে। গতকাল শনিবার সকাল সোয়া ১০টার সময় বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেট প্রঙ্গনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা ব্যবস্থাপনাকে আগে গুরুত্ব দিয়েছে। বর্তমান বাংলাদেশে শিক্ষার হার বহিবিশ্বের সাথে তুলনা করার মত। আওয়ামী লীগ সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে। শিক্ষকদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। যা বিগত কোনো সরকার দেয়নি। আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বাগমারায় ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নের কাজ করে দেয়া হয়েছে। গরীব শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করে দেয়া হয়েছে। আমরা চাই শিক্ষা ক্ষেত্রে বাগমারা বাংলাদেশের মধ্যে প্রথম উপজেলা হিসাবে গন্য হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কখনো বিপদগামী হবে না। কারণ তোমরা আগামীতে দেশ পরিচালনার প্রধান হাতিয়ার। আগামী দিনে তোমাদের দেশের হাল ধরতে হবে। তিনি বলেন, সকল শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ আদর্শিত হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে জানা দরকার। বঙ্গবন্ধু কারো একক সম্পত্তি না, বঙ্গবন্ধু সবার। তিনি বলেন বঙ্গবন্ধুর কত যে পথ পেরিয়ে বইটি সবার পড়া দরকার। দেশ ও জাতীর জন্য এই বই পড়া অতিগুরুত্বপুর্ন। ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে সংবর্ধনা স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আকবর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনা গ্রুপের ব্যাবস্থপনা পরিচালক তহুরা হক, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, ফাউন্ডেশনের পরিচালক ড. মোসলেহ উদ্দিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মচমইল কলেজের অধ্যক্ষ প্রতিক দাশ রানা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ, সালেহা ইমারত ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল ও সিরাজ উদ্দিন সুরুজ প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মচমইল ডিগ্রী কলেজের কৃতি শিক্ষার্থী রওনক জাহান, ভিকারুননেছানুন স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী ফারহানা হক। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশা-পাশি তাদের অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছরের এইচএসসি ও সমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫১ জন কৃতি শিক্ষার্থীদের সনদ ও শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা দেয়া হয়।