April 21, 2025, 3:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল ইসলাম ধর্ম গ্রহণকারী তিন পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পেলেন অধ্যাপক ফেরদৌসী সুলতানা দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির সভা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ইদানিং আমাদের সমাজে নানামুখী অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে — ইউএনও ঊর্মি রায় অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন সিলেটের বন্দর পুলিশ ফাঁড়ির আইসি মো: ইবাদুল্লাহ বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা মাল বহন করছে নারীরা সিলেটে সাবেক এমপি মানিকের পিএস এর ভাই রজব আলী গ্রেফতার সিলেটবাসী পেল মেট্রোপলিটন কারাগার
বাবুল আখতার স্মরণে বিশ্বনাথ প্রেসক্লাবের আলোচনা সভা

বাবুল আখতার স্মরণে বিশ্বনাথ প্রেসক্লাবের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাবুল আখতার ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ। বাবুল আখতারের মতো মানুষেরা বারে বারে জন্মগ্রহণ করে না। নিজের কর্মদক্ষতার কারণেই বাবুল আখতার যুগে যুগে মানুষের অন্তরে বেঁচে থাকবেন। বাবুল আখতার কেবল রাজনীতিবিদই ছিলেন না, সমাজের সকল ক্ষেত্রে তার বিচরণ ও অবদান ছিলো। বিশ্বনাথ প্রেসক্লাব প্রতিষ্ঠা ও সাংবাদিকতায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে বিশ্বনাথে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনও পূরণ হওয়ার নয়।

তিনি রবিবার বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যাগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক বাবুল আখতার স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শফিক উদ্দিন স্বপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।

বক্তব্য রাখে প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান মিজান, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি তজম্মুল আলী রাজু ও প্রয়াত বাবুল আখতারের সংক্ষিপ্ত জীবনি উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি রহমত আলীর লিখিত বক্তব্য পাঠ করে শুনানো হয়। সভাশেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা রিয়াজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা সুফি সামছুল ইসলাম, আব্দুল মতিন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম কবির, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার নাঈম আহমদ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, যুবলীগ নেতা দবির মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিজিল মিয়া, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা রাজু আহমদ খান, সিরাজুল ইসলাম রুকন, দুদু মিয়া, আশরাফ উদ্দিন, সিলেটে জেলা ধ্রুবতারার সাধারণ সম্পাদক আব্দুল বাতিন, উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, আবুল কাশেম প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com