বাম মোর্চা আহুত ৩০ নভেম্বর বৃহস্পতিবারের দেশব্যাপী ৬-২ টা হরতাল সফলের জন্য আজ (বুধবার) বিকেল ৫ টায় সিলেটের মশাল মিছিল সফল করার আহবান জানিয়েছেন সিলেট সিপিবি-বাসদ-বাম মোর্চার নেতৃবৃন্দ।
বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক কমরেড উজ্জল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, ও সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন এক বিবৃতিতে হরতালের সফলের লক্ষে মশাল মিছিলে অংশ নেওয়ার জন্য সকল সুস্থ চিন্তার দেশ প্রেমী মানুষের প্রতি আহবান জানান।
তারা বলেন সরকার সমস্ত যুক্তি উপেক্ষা করে গায়ের জোওে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বিদ্যুতের এই মূল্যবৃদ্ধিও আঘাত নি¤œবিত্ত, গরিব মানুষের জীবনের ব্যয় আরও বাড়িয়ে দেবে। জনগণের উপর এই চরম আঘাত মেনে নেওয়া যায় না। তাই এই হরতাল জনগণকে রক্ষা করার হরতাল। সবাই এই হরতাল সফল করার জন্য আহবান জানানো হয় বিবৃতিতে।