জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জের বারঠাকুরীর সালেহপুর গ্রামে বিদ্যুতের খাম্বা থেকে ছিঁড়ে মাটিতে পড়ে থাকা লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলাল আহমদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে।
সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সোনাসার বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী জানান, সালেহপুর গ্রামে বিদ্যুতের খাম্বা থেকে ছিঁড়ে বিদ্যুৎ লাইন মাটিতে পড়েছিল। এতে স্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন