ক্রীড়া প্রতিবেদক : সব কিছু ঠিক থাকলে ২ নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল। বিপিএলের পঞ্চম আসরে ভেন্যু যোগ হচ্ছে সিলেটের। নিজেদের ভুল শুধরে ফিরছে সিলেটের দলও। এবার অবশ্য সে দলের মালিকানায় থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিলেটের নতুন দলটির নামও ঠিক করা হয়েছে। সুরমা সিক্সার্স নামের দলটিতে আইকন হিসেবে থাকছেন সাব্বির রহমান।
বিসিবি’র বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, আসন্ন বিপিএলকে সামনে রেখে ইতোমধ্যে সূচি প্রস্তুত করার কাজ সম্পন্ন হয়েছে। গুঞ্জনকে সত্য করে এবারের আসরে ভেন্যুর সংখ্যা বাড়ছে। আরেকটু পরিস্কার করে জানতে চাইলে ঢাকা, চট্টগ্রামের পর এবার বিপিএলের ম্যাচ আয়োজন করা হবে সিলেটেও বলে জানিয়েছে সূত্রটি।
সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে মোট ৮টি ম্যাচ। চারদিনের আয়োজনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে বরিশাল বুলস না থাকলেও, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, চট্টগ্রাম ভাইকিংসের সাথে অংশ নিবে সিলেট সুরমা সিক্সার্স। যদিও সিলেটের ফ্যাঞ্চাইজিটির নাম এখনো পর্যন্ত বিপিএল গর্ভনিং কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি, তবুও ফ্র্যাঞ্জাইজির পক্ষ থেকে জানানো হচ্ছে এ নামেই এবারের আসরে খেলতে ইচ্ছুক তারা।
আগের নির্ধারিত সূচির চেয়ে একটু এগিয়ে এনে বিপিএলের পঞ্চম আসরের ম্যাচ মাঠে গড়াবে ২ নভেম্বর। এর আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর।