সিলেটের আলো:: পারভেজ আহমেদ রাজু: বিয়ানীবাজার উপজেলা লাউতা ইউনিয়ন এর গজারাই এলাকায় সরকারি খালে মাটি ভরাট করে নির্মাণ করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী মোল্লাপুর ইউনিয়ন এর আব্দুল্লাহপুর গ্রামের অধিবাসী মোঃ শিহাব উদ্দিন এর বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি খালে মাটি ভরাট করায় দু’পাড়ের কয়েক হাজার একর জমিতে সেচের পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দিবে। আজ খালটি পরিদর্শনে আসেন ১১ নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান জনাব গৌছ উদ্দিন সাহেব এবং স্থানীয় পত্রপত্রিকার সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান গৌছ উদ্দিন সাহেব জানান খালটি পুনরুদ্ধারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত শিহাব উদ্দিন এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে।