মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : ঘাসুড়িয়্ াবিওপির নায়েক সুবেদার মোঃ শাকিল আহম্মেদ এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার নং ২৮৯/২১-এস এর ১০০ গজ বাংলদেশের অভ্যান্তরে দক্ষিন দাউদপুর বাসুপাড়া নামক স্থান থেকে গত ১৫ আগষ্ট দুপুর ২ টায় ৩ জন বাংলদেশী যুবক কে ২ বোতল ফেন্সিডিল ৩টি মোবাইল সেট, ১ টি মটর সাইকেল আটক করেন। যার অনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। আটক কৃতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার মোঃ শহিদুল ইসলামের পুত্র মোঃ পলাশ আহম্মেদ (২৬), মোঃ জাকিরুল ইসলামের পুত্র মোঃ জাহিদ হাসান (২৩), মোঃ আব্দুল জব্বার এর পুত্র মোঃ জেমি হোসেন (২৫) সকলের বাড়ী বিরামপুর উপজেলার প্রফেসার পাড়া গ্রামে। আটক কৃত ব্যক্তিদের কে গত কাল মঙ্গল বার বিরামপুর থানায় হস্তান্তর করেন।
এব্যাপারে বিজিবি বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। এব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম (পিবিজিএম) তিনি আটকের কথা জানান।