সিলেট প্রতিনিধি : বিশিষ্ট লেখক,সাংবাদিক,অনলাইন এ্যাক্টিবেটিজ, ছায়েদুর রহমান মেহেদীর জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় নগরীর পাঠানটুলাস্থ ফুলকলিতে এক সুহৃদ সম্মিলনের আয়োজন করা হয়। বিশিষ্ট গল্পকার রিমা বেগম পপির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে আওয়ামীলীগ বেডফোর্ড শাখার সভাপতি আজিব উল্লাহ।তিনি বলেন,এখনকার সময়ের সবচেয়ে সময় উপযোগী লেখা সবার সামনে উপস্তাপনার ক্ষেএে মাহেদির ভূমিকা সত্যিই প্রশংসনীয়।সত্য ও নিষ্ঠার সাথে তারুণ্যের সকল বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে মেহেদি,আমরা এই প্রত্যাশা করি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মকবুল আলী, মোঃ আফজাল হোসেন, এডভোকেট জয় আচার্য্য, এডভোকেট জাহাঙ্গীর হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল ইসলাম, খালেদ হোসেন, ছড়াকার মাহমুদ পারভেজ প্রমুখ।