বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজার ও চৈতননগর গ্রামে বিএনপির সদস্য সংগ্রহন ও নবায়ন কর্মসূচি উদ্বোধন মঙ্গলবার বিকেলে করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইসমাইল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান, সাবেক সাংগঠনিক সম্পাদক লকুছ মিয়া, বিএনপি নেতা নুরুল ইসলাম, সুন্দর আলী।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী, সহ-সভাপতি ছাদ মিয়া, মবশ্বির আলী, নজরুল ইসলাম, শাহিন খান, সেচ্ছাসেবক দল নেতা জাকারিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য রুহেল আহমদ কালু, ইউনিয়ন ছাত্রদল নেতা হিরা মিয়া, আবু তাহের মিছবা, আলী আহমদ, আখতার হোসেন, শাহিন মিয়া, মুজাহিদ আলী, আবদুল কুদ্দুছ, হাসান খান, আবদুর রহমান, শাহাব উদ্দিন, ফয়ছল আহমদ, মারুফ খান, জিল্লুর রহমান, ইমাদ আলী, রায়হান, ফারজুল, শাকিল, মাসুম, কয়েছ,কামাল,শরিফ, জাহেদ, নছির।
এদিকে, চৈতননগর গ্রামে বিএনপির সদস্য সংগ্রহন ও নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজির রহমান, হাফিজ আরব খান, ছাত্রদল নেতা রুহেল আহমদ কালু, আবু তাহের মিছফা, আফজাল হোসেন, শাহিন মিয়া, ইমলাক আহমদ, কয়েছ, সাইদুল প্রমুখ।