নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আবারও ব্যাংক ও মার্কেটগুলোর বাহিরের অংশে সিসি ক্যামেরা স্থাপন ও উপজেলার কয়েকটি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে কার্যক্রর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
রোহিঙ্গারা যাতে নির্দিষ্ট এরিয়া থেকে বাইরে এসে আশ্রয়-প্রশ্রয় না নিতে পারেন সেব্যাপারে সবাইকে স্বজাগ দৃষ্টি রাখার আহবান করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, কবির হোসেন ধলা মিয়া, আমির আলী, তাহিদ মিয়া, নাজমুল ইসলাম রুহেল, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জালাল হোসাইন, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মধু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জত দেব, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, আশিক আলী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সদস্য আব্বাস হোসেন ইমরান, ব্লাস্টের উপজেলা সম্বন্বয়কারী গীতা রাণী মোদক, উপজেলা জাপার সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল প্রমুখ।