বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকাল ১১টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সদর এলাকার অপরাধ প্রবনতা কমানোর জন্য ‘নতুন ও পুরাণ বাজারের বিভিন্ন পয়েন্টে এবং নিরাপত্তার সাথে জনগণকে ব্যাংকিং সেবা দিতে ব্যাংকগুলোর বাইরেও সিসি ক্যামেরা স্থাপনের আহবান জানান নবাগত ওসি শামছুদোহা পিপিএম। বাসিয়া ব্রীজের উপর লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য ইউএনও’র প্রতি আহবান করেন তিনি।
এছাড়া সভায় বক্তারা বলেন, নতুন বাজারস্থ ব্যাংকপাড়া হিসেবে পরিচিত ও সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকা থেকে মোটর সাইকেল চুরি ও ছিনতাই রোধ করতে হলে ব্যাংক ও মার্কেটগুলোর বাইরের সিসি ক্যামেরা স্থাপন জরুরী বলেও অনেক দাবী করেন। গরু চুরি রোধে পুলিশী টহল বৃদ্ধির পাশাপাশি জনগণকে সচেতন হওয়ারও আহবান করা হয় সভায়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্ন শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামছুদোহা পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জালাল হোসাইন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম, সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, সমাজ সেবা আবু ইউসুফ, প্রতিবন্দি বিষয়ক কর্মকর্তা ডাঃ সুজিত বিশ্বাস, আনসার-ভিডিপি প্রশিক্ষক স্মৃতি রাণী মোদক, ত্রান ও দূর্যোগের উপ-সহকারী প্রকৌশলী প্রজেশ চন্দ্র দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম পপি রাণী তালুকদার, ব্লাস্টের সমন্বয়কারী গীতা রাণী মোদক, রামসুন্দর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক গৌছ আলী, বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল প্রমুখ।