বিশ্বনাথ প্রতিনিধি :: নবেল করোনা ভাইরাস জয় করে কর্মস্থলে ফিরেছেন সিলেটের বিশ্বনাথ পুলিশ স্টেশনের আরো এক সদস্য এএসআই জাহাঙ্গীর কবীর, করোনা শনাক্ত হবার পর সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। সম্প্রতি কোভিড-১৯ এর ফলোআপ টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। বর্তমানে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অস্থায়ী ব্যারাকে হোমকোয়ারেন্টিনে রয়েছেন তারা। এর আগে সুস্থ হয়ে ফিরেন আরো দু’জন। এ নিয়ে করোনায় আক্রান্ত থানা পুলিশের ২৭ সদস্যের মধ্যে সুস্থ হয়ে ফিরলেন ৫জন। অন্যরা সিলেট বিভাগীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা।