বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় মরহুম তজম্মুল আলী স্যারের স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল আগামী ১৯ আগস্ট সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন উপদেষ্ঠা, ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ড. আবদুল মালিক। অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন ম্যানেজিং কমিটির সভাপতি পংকি খান।
স্মরণসভা ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, শিক্ষাক-শিক্ষিকা, অভিভাবক’সহ সর্বস্থরের জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোহীতা কামনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব আবদুল আজিজ।